নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে তারা গণভবনে যান।
গণভবনে আতিক ও তাপস প্রবেশ করেন ফুল হাতে। প্রধানমন্ত্রীকে খাওয়াবেন বলে মিষ্টিও নিয়ে গেছেন তারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বিপুল সংখক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গেছেন আতিক ও তাপস। তবে গণভবনে শুধুমাত্র তারাই প্রবেশ করেছেন বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া অনুযায়ী দুই সিটিতে বিপুল ভোটে এগিয়ে আছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের এ দুই প্রার্থী।
আজ শনিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ফলাফল ঘোষণা শুরু হয়।
দেশে এবারই প্রথম পুরো ভোট ইভিএমে গ্রহণ করা হয়েছে। ভোটারদের উপস্থিতি বেশ কম ছিল। বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের উপস্থিতিও কম দেখা গেছে।
বিএনপির অভিযোগ, অনেক জায়গায় তাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। বিএনপি প্রার্থীরা তাদের অভিযোগ লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে পেশ করেছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ।
এবারের সিটি নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থী হয়েছেন ছয়জন। কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তর সিটিতে ওয়ার্ড রয়েছে ৫৪ টি।
আর ঢাকা দক্ষিণে সাতজন মেয়র পদের জন্য লড়ছেন। কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী হয়েছেন ৮২ জন। দক্ষিণে ৭৫টি ওয়ার্ড।
ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন এবং দক্ষিণ সিটিতে মোট ভোটার ২৪ লাখ ৩ হাজার ১৯৪ জন। উত্তরে ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩১৮টি এবং দক্ষিণে ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি।
Comment here