মহেশপুরে ফেন্সিডিল ইয়াবা ও লক্ষাধিক টাকাসহ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মহেশপুরে ফেন্সিডিল ইয়াবা ও লক্ষাধিক টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ গত ১৯’শে ফেব্রুয়ারী বুধবার রাতে ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) গোপন সূত্রে জানতে পারেন মহেশপুর উপজেলার নেপা ইউপির মাইলবাড়ীয়া গ্রামে মাহবুবুর রহমান নামে এক মাদক ব্যবসায়ী মাদক সেবন ও কেনা-বেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক জেলা ডিবি পুলিশকে অভিযানে পাঠান।
অভিযানের সময় মাহবুবুর রহমানের নিজ বাড়ি থেকে ১১০ (একশত দশ) পিচ ইয়াবা,০৫ (পাঁচ) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ১,১৫০০০ (এক লক্ষ পনের হাজার) টাকা উদ্ধার করে।
আটককৃত মাহবুবুর রহমান মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়ীয়া পশ্চিম পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে দীর্ঘদীন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।পূর্বেও সে একাধিকবার মাদকসহ পুলিশের হাতে ধরা পরেছে।তার নামে ঝিনাইদহ আদালতে একাধিক মাদকের মামলাও রয়েছে।

Comment here