মোহাম্মদপুরে গার্মেন্টসকর্মীর আত্মহত্যা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মোহাম্মদপুরে গার্মেন্টসকর্মীর আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি : রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় জয় (২২) নামে এক গার্মেন্টসকর্মী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার বিকেল পাঁচটায় নিজের ভাড়া করা বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

অচেতন অবস্থায় রাত ৮টায় পরিবারের লোকজন জয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়ের খালা নাজমা বেগম দৈনিক মুক্ত আওয়াজকে জানান, স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন জয়। সকালে গার্মেন্টসে যাওয়ার কথা থাকলেও যাননি তিনি। বিকেলেও তার ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখেন নাজমা। এ সময় দরজায় টোকা দেন তিনি। কিন্তু কোনো শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে জয়ের ঘরে ঢুকে দেখে তার বোনের ছেলে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

তিনি আরও জানান, দ্রুত জয়কে ঢামেকে নিয়ে আসেন তারা। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়ের বাবা-মা বাড়ি যাওয়ার কারণে ঘরে তিনি একাই ছিলেন।

জয়ের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার সদর থানার কুমোর গ্রাম। তারা বাবার নাম আতিক। ২ ভাইয়ের মধ্য জয় বড় ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comment here