বশেমুরবিপ্রবিঃ দিল্লির সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে মানববন্ধন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

বশেমুরবিপ্রবিঃ দিল্লির সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ  ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক হামলার সমালোচনা ও প্রতিবাদ করে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।  আজ সকাল ১০ টার দিকে তারা ঐ মানববন্ধন করে। এসময় তারা মোদি সরকারের সাম্প্রদায়িক নীতির কড়া সমালোচনা করে।
মানববন্ধনকারী এক শিক্ষার্থী বলেন, “আমরা দিল্লির মুসলমানদের ওপর হামলার প্রতিবাদ জানাই। আমরা চাই, দিল্লির সহিংসতা  অবিলম্বে বন্ধ হোক।”
গেল বছরের ডিসেম্বরে বিতর্কিত  নাগরিক সংশোধন বিল অনুমোদন করে ভারতের কেন্দ্রীয় লোকসভা।  বিতর্কিত ঐ বিলে দীর্ঘদিন বসবাস করা অমুসলিমদের অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হলেও বঞ্চিত করা হয় মুসলিম জনগোষ্ঠীকে। এতে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করলে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

Comment here