যুদ্ধ থামাতে তালেবানের সঙ্গে চুক্তি করল যুক্তরাষ্ট্র - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

যুদ্ধ থামাতে তালেবানের সঙ্গে চুক্তি করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ও তালেবান প্রতিনিধিদের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে আফগানিস্তানে ২০০১ সাল থেকে চলে আসা যুদ্ধের অবসান হতে যাচ্ছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা’র প্রতিবেদনে জানানো হয়, আজ শনিবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবান এ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। এ সময় যুক্তরাষ্ট্র ও তালেবানের প্রতিনিধি ছাড়াও পাকিস্তান, কাতার, তুরস্ক, ভারত, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও তাজিকিস্তানের নেতারা উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ধীরে ধীরে তাদের সৈন্য ফিরিয়ে নেবে।

এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে দুই পক্ষ দীর্ঘদিন তাদের দাবি-দাওয়া নিয়ে বিতর্কে লিপ্ত ছিল। শনিবারের আগে তালেবান তাদের সকল যোদ্ধাদের আক্রমণ বন্ধ রাখতে নির্দেশ দেয়।

মোহাম্মদ নাঈম নামের এক তালেবান প্রতিনিধি এ চুক্তিকে ‘একধাপ এগিয়ে যাওয়া’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘এই চুক্তির ফলে আফগানিস্তানে যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে।’

তালেবান এক বিবৃতিতে বলেছে, ‘এই চুক্তির ফলে আফগানিস্তানে দখলের পরিসমাপ্তি ঘটল। আফগানিস্তান থেকে সব বিদেশি বাহিনী প্রত্যাহার ও ভবিষ্যতে আর কখনো হস্তক্ষেপ না করা নিঃসন্দেহে একটি বড় অর্জন।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মাইক পম্পেই প্রতিশ্রুতি রক্ষায় তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি জানি বিজয় ঘোষণার একটি লোভ থাকবে, তবে আফগানদের পক্ষে তখনই বিজয় অর্জন হবে, যখন তারা শান্তিতে ও সমৃদ্ধিতে থাকতে পারবে।’

Comment here