‘সরকারে পচন ধরলে আমি পচব কেন’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

‘সরকারে পচন ধরলে আমি পচব কেন’

নিজস্ব প্রতিবেদক : অর্থপাচার আর দুর্নীতির সমালোচনা করেছেন মহাজোট সরকারের অন্যতম শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। বছরে এক লাখ কোটি টাকা পাচার হচ্ছে।’

দুর্নীতির কারণে ‘সরকারে পচন ধরলে, আমি পচব কেন’ এমন প্রশ্ন তুলে অভিমত ব্যক্ত করেন মহাজোট সরকারের সাবেক এই মন্ত্রী। সম্প্রতি বিদেশে অর্থপাচারের প্রশ্ন তুলে রাশেদ খান মেনন এক বক্তব্যে বলেন, ‘দেশ থেকে পাঁচ লাখ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে।’

এ মন্তব্যের প্রতিক্রিয়ায় মেনন বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমি সব সময় সরব থেকেছি। সংসদে দাঁড়িয়ে এই অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলেছি। সংসদের বাইরেও বলছি।’

তিনি আরও বলেন, ‘বছরে এক লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। গবেষণাতেও তেমনই হিসাব মিলছে। এক প্রতিষ্ঠান বলছে, বছরে ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তাহলে গত ১১ বছরে এই সরকারের আমলে কত লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, সহজেই হিসাব মিলবে। সেই হিসেবে আমি কমই বলেছি। কারণ, ৬৪ হাজার কোটি টাকা পাচারের কথা বলা হয়েছে আমদানি-রপ্তানির অসঙ্গতি ধরে। এর বাইরে আরও হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে।’

সরকারে আছেন। মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অর্থপাচার, দুর্নীতির দায়ে সরকার ব্যর্থ হলে, তার দায় আপনারও- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি রাজনৈতিক প্রশ্ন। এমন প্রশ্ন করে বিব্রত করা ঠিক না। এরপরও বলছি, সরকারের লোকেরা দুর্নীতি করছে, এর দায় সরকার এড়াতে পারে না। পাপিয়া কাণ্ড বা জি কে শামীম কাণ্ডের দায় আমাদের ওপর বর্তাবে কেন? সরকারে পচন ধরলে আমি পচব কেন?’

Comment here