বাগাতিপাড়ার অন্ধকার জালালপুর ফুলতলা চাররাস্তার মোড় এখন আলোকিত জনপদ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বাগাতিপাড়ার অন্ধকার জালালপুর ফুলতলা চাররাস্তার মোড় এখন আলোকিত জনপদ

খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া নাটোর প্রতিনিধিঃ একসময় সন্ধ্যা নামতেই যেখানে জনশূন্য হয়ে পড়তো, সেখানে এখন বসেছে চায়ের দোকান এবং বেড়েছে মানুষের সমাগম।  নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের প্রত্যন্ত জালালপুর ফুলতলা চাররাস্তার মোড় এখন আলোকিত জনপদে রুপান্তরিত হয়েছে। এই মোড়ে সন্ধ্যার পরেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসতো আর থমথমে পরিবেশ বিরাজ করতো। অন্ধকারের কারণে মোড়টিতে মানুষ বসে সময় কাটানো দূরের কথা ওই রাস্তা দিয়ে চলাচলে করতে ভয় পেত। সেই মোড়ে এখন সৌর বিদ্যুৎতের স্থাপনে আলোর মূখ দেখেছে। ফুলতলা চাররাস্তার মোড় আলোকিত হওয়ায় জালালপুর গ্রামের বাসিন্দা লালন বসিয়েছেন চায়ের দোকান এবং পিঁয়াজু, সিংগারার দোকান দিয়েছেন রুবেল মিয়া।
বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বলেন বাংলাদেশ সরকারের গ্রামকে শহরে রুপান্তরের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এর উদ্যোগে সারাদেশে ন্যায় আমাদের এই প্রত্যন্ত গ্রামের রাস্তার পাশে স্ট্রিট লাইট বসানো হয়েছে।
চা পান করতে আসা স্থানীয় এক ব্যাক্তি জানান, আরো দুইটি দোকানের কাজ চলমান রয়েছে। যা এই মোড়ে আসা মানুষজনদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় চাহিদা পুরণে অনেকটাই সহায়তা করবে।
এলাকাবাসী জানান, বর্তমানে রাস্তার পাশে সৌর বিদ্যুৎ হওয়ায় মোড়ে দোকান হয়েছে। সেকারণে সন্ধ্যারপর মানুষজন চলাচল বেড়েছে এর ফলে কোন ধরনের অপ্রীতিকর পরিবেশের ভয় এড়িয়ে রাস্তাগুলোতে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন তারা। সরকারের এধরণের উদ্যোগের কারণে স্থানীয় সংসদ সদস্য সহ সরকারকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

Comment here