নিজস্ব প্রতিবেদক : মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রুখতে রাজধানীর বিভিন্ন এলাকায় জীবানুনাশক ছিটানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।এসব এলাকায় প্রত্যেক দিন দুই বার করে জীবানুনাশক ছিটানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ডিএমপির আটটি জোনের বিভিন্ন এলাকায় ছয়টি জল কামান দিয়ে দিনে দুই বার জীবানুনাশক ছিটানো হবে। প্রথমবার জীবানুনাশক ছিটানো হবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্ন্ত। আর দ্বিতীয়বার জীবানুনাশক ছিটানো হবে বিকেল ৪টা থেকে ৬টা পর্ন্ত।
ডিএমপির রমনা এলাকার নিউ মার্কেট ও এর আশেপাশের এলাকা, মালিবাগ ও এর আশেপাশের এলাকা এবং হাজারীবাগ নতুন রাস্তা এলাকায় জীবানুনাশক ছিটানো হবে।
লালবাগ জোনের সদরঘাট এলাকা, ভিক্টোরিয়া পার্ক ও এর আশেপাশের এলাকা এবং তাঁতী বাজার এলাকায় এ জীবানুনাশক ছিটানো হবে।
মতিঝিল জোনের শান্তিনগর এলাকা, গুলিস্তান ও এর আশেপাশের এলাকা, খিলগাঁও বাজার হতে তালতলা মার্কেট পর্ন্ত, মুগদা হাসপাতাল এলাকায় জীবানুনাশক ছিটানো হবে।
ওয়ারী জোনের সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা, কাপ্তান বাজার এলাকা ও যাত্রাবাড়ী এলাকায় জীবানুনাশক ছিটানো হবে।
তেজগাঁও জোনের কাওরান বাজার এলাকা, মহাখালী বাস টার্মিনাল এলাকা, মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় জীবানুনাশক ছিটাবে ডিএমপি।
গুলশান জোনের গুলশান-১ ডিএনসিসি মার্কেট, বদলী মার্কেট ও আশপাশের এলাকা, মহাখালী কাঁচা বাজার, সাততলা বস্তি এলাকা, আইইডিসিআর হাসপাতাল ও আশেপাশের এলাকায় জীবানুনাশক ছিটানো হবে।
উত্তরা জোনের বিডিআর বাজার, হজক্যাম্প ও আশেপাশের এলাকা, আব্দুল্লাহপুর ও আশেপাশের এলাকা, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল ও সংলগ্ন এলাকায় জীবানুনাশক ছিটানো হবে।
মিরপুর জোনের মিরপুর ২নং কাঁচাবাজার এলাকা, মিরপুর ৬নং কাঁচাবাজার এলাকা, মিরপুর ১নং শাহ আলী কাঁচাবাজার এলাকায় জীবানুনাশক ছিটানো হবে।
Comment here