সারাদেশ

টিফিনে জমানো টাকা মানবতার সেবায় পাশে দাঁড়ালো প্রথম শ্রেণীর শিশু নাজমুস সাহদাত সাজিদ

সোহরাব হোসেন বাবু সাতক্ষীরা থেকেঃ সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরায় প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থী নাজমুস সাহদাত সাজিদ তার টিফিনের জমানো টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মহানুভবতার পরিচয় দিল।

সাজিদ সাতক্ষীরা পাবলিক স্কুলের স্ট্যান্ডার্ড ওয়ান’র শিক্ষার্থী। সে শহরের পুরাতন সাতক্ষীরা মোঃ সহিদুর জামানের পুত্র। সাজিদের পিতা জানান, আমার পুত্র তার টিফিনের টাকার একটি অংশ জমা করত। এরই মধ্যে দেখা দিয়েছে করোনা ভাইরাস, এ থেকে রক্ষা পেতে এলাকা রয়েছে প্রায় লকডাউন।

ফলে ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে নেমে এসেছে চরম দুর্দশা। আর এসব অসহায় মানুষের দুর্দশা দেখে শিশু সাজিদের মনে জাগে তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা। সে মোতাবেক জমানো টাকা তুলে দেয় আমার হাতে। সাজিদের টিফিনের জন্য জমানো টাকা দিয়ে আজ (সোমবার) ১১টি অসহায় পরিবারের মাঝে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম তেল ও ১ কেজি আলু প্রদান করা হয়।

 

শিশু সাজিদের প্রত্যাশা, সমাজের হৃদয়বান ও বিত্তশালীরা দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

Comment here

Facebook Share