সারাদেশ

কোটচাঁদপুর ৩৫ বোতল ফেনন্সিডল সহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ কোটচাঁদপুর করোনা ভাইরাসের সচেতন মূলোক কর্মকাণ্ডের সময় রবিবার বিকেলে ইজিবাইক এক যাত্রী কে কলেজ ষ্টান্ড থাকে ফেন্সিডিল মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে কোটচাঁদপুর থানার পুলিশ।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুল আলম জানান মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মাঠ পাড়ার মোঃ সোহেল রানা ২৫ আকলেছ পাঠান এর ছেলে ইজিবাইক করে আসছিলো। পুলিশ চেক পোস্টে থামতে বললে দোড় দিয়ে পালানোর চেষ্টা করে এ সময় স্থানীয় দের সাহায্য এস আই জাহাঙ্গীর ও এস আই আনোয়ার হোসেন তাকে গ্রেফতার করে।
তার ব্যাগ তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা অবৈধ ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার করে।।

Comment here

Facebook Share