নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পর্যটন নগরী কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো মানুষ জেলার বাইরে যেতে পারবেন না, আবার বাইরের জেলার কোনো মানুষও কক্সবাজারে প্রবেশ করতে পারবেন না।
আজ বুধবার বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হয়েছে। এখন থেকে এই জেলায় সবার আগমন ও বহির্গমন নিষিদ্ধ। এই আদেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Comment here