নওগাঁ মান্দায় রোগীদের ভরসার নাম ডক্টর ইকরামুল বারী টিপু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নওগাঁ মান্দায় রোগীদের ভরসার নাম ডক্টর ইকরামুল বারী টিপু

মোঃ আব্দুল মাজিদ সম্রাট,নওগাঁ প্রতিনিধি : ডক্টর ইকরামুল বারী টিপু একটা ভরসার নাম।করনা ভাইরাসের কারণে চারদিকে যখন কোন ডাক্তার রোগী দেখছে না তখন ডঃ একরামুল বারী টিপু চেম্বারে নিয়মিত  রোগী দেখছেন। ডক্টর টিপু জানান, সারাবছর আমি চেম্বারে বসে রোগী দেখি করোনা কারণে দুর্যোগ মুহূর্তে রোগীরা কোথায় যাবে এমন ভাবনার থেকে আমি আমার চেম্বার নিয়মিত খোলা রেখেছি 24 ঘন্টা। সকল রোগীদেরকে নির্ভয় আমার চেম্বারে  আসার জন্য অনুরোধ করছি।
দেশে করোনা  ভাইরাসের কারণে সকল চেম্বার রোগী দেখা  বন্ধ করে রেখেছে ডাক্তাররা, ক্লিনিকগুলোতে দেখছেনা রোগী, ফলে দেশে অনেক রোগীর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে দেশে এখন জ্বর সর্দি প্রবণতা বাড়তে পারে জ্বর সর্দির কাশি মানে করোনা এমন কথা ঠিক নয় তিনি  আরও জানান জ্বর সর্দি গলা ব্যথা শ্বাসকষ্ট বিভিন্নভাবে এই রোগগুলো হতে পারে এই কয়েকটি উপসর্গ সম্মিলিত রোগীকে কোথাও দেখছে না এমন কথায় আমি হতভম্ব ডাক্তার হচ্ছে শেষ ভরসা সাধারন মানুষ তাই মনে করেন এই সময় যদি  তারা এমন আচরণ রোগীদের প্রতি করে তাহলে তারা আমাদের ডাক্তারদের প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। তাই আমি আমার নিজস্ব চেম্বার জীবনের ঝুঁকি নিয়ে হলেও 24 ঘন্টা খুলে রেখেছি রোগীদের জন্য যে কোন মুহূর্তে যে কোন প্রয়োজনে মোবাইলে অথবা সরাসরি আমার চেম্বারে এসে সেবা নিতে পারে। মানব সেবার ব্রত নিয়ে আমরা ডাক্তার হয়েছি, জনগণের অর্থের দ্বারা  আমরা অর্জিত করেছি ডিগ্রী সুতরাং জনগণের ক্রান্তিলগ্নে আমরা যদি কাজ না করি তাহলে আমরা জনগণের সাথে প্রতারণা করা হবে! দেশের সাধারন ফিজিশিয়ান দের প্রতি আমি আহবান জানাবো আপনারা রোগীদেরকে ফিরিয়ে দিবেন না আপনারা রোগী দেখবেন নিজেকে সেফটি রেখে দেখবেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করুন। সকলে একসঙ্গে সচেতন হয়ে করোনাভাইরাস কে জয় করতে হবে।
মনে রাখবেন করোনাভাইরাস কে জয় করতে হলে নিজেদেরকে সচেতন থাকতে হবে এবং অপরকে সচেতন রাখার পরামর্শ দিতে হবে।

Comment here