নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১৩৪ জন।
আজ সোমবার নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস ও সিভিল সার্জন ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইমরুল কায়েস বলেন, ‘৭৭ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে সেগুলো আইইডিসিআর এ পাঠানো হয়। সেগুলোর মধ্যে থেকে আজ ৩০ জনের করোনা পজেটিভ আসে। ’
Comment here