খাদেমুল ইসলাম, বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি :নাটোরের বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে কৃষকের একটি ষাঁড় এবং ঝলসে গিয়েছে একটি গাভী ও একটি ছাগল। সোমবার (২৭ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ওই গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে ইমদাদুল হক। স্থানীয়রা জানান, রাতে গরুর ঘরের মশা তাড়ানোর জন্যে রাখা কয়েলের আগুন থেকে থেকে এ আগুনের সূত্রপাত হয়ে গোয়াল ঘরে আগুন লাগে।
বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অনেক চেষ্টার ফলে ঝলসে যাওয়া গাভী ও ছাগলকে বাঁচানো গেলেও গোয়াল ঘরে বাঁধা ষাঁড়টি পুড়ে মারা যায়। একই সাথে গোয়াল ঘরটি পুড়ে ভষ্মিভূত হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।
Comment here