করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকা

করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : যতই দিন যাচ্ছে ততই করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ তার ভয়াবহতা দেখাতে শুরু করেছে। প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন রোগী, ঘটছে মৃত্যুও।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৪৯ জন। এ পর্যন্ত মোট করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬২ জন। এ ছাড়া নতুন করে মৃত্যুবরণ করেছে তিনজন। এই তিনজনই ঢাকার ভেতরের। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৫৫ জনে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে মৃত্যুর হার পর্যালোচনা করলে দেখা যায় মৃতের হার বেশি রাজধানীতে ঢাকায়। গত ৮ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত শুধু ঢাকায়ই ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জায়গায়ও রয়েছে করোনায় মৃতের সংখ্যা।

দেখুন ঢাকা শহর ও ঢাকা বিভাগে করোনায় মৃতের সংখ্যা…

Comment here