নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় যাত্রীছাউনিতে চার-পাঁচ দিন আগে আসা এক নারী (৬২) মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এই ভয়ে তার লাশের কাছে যাচ্ছে না কেউ।
বসন্তপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান এস্কেন্দার আলী খান এ ব্যাপারে বলেন, ‘আসার পর থেকে ওই নারী যাত্রীছাউনিতেই থাকতেন। লোকজনকে মাঝেমধ্যে খিস্তিখেউড় করতেন। আশেপাশের দোকানদারগণ তাকে বিস্কুট-পাউরুটি দিলে খেতেন।’
এস্কেন্দার জানান, গতকাল শনিবার বিকেলে তিনি মারা যান। পরে এক দোকানদার ফোন করে তাকে বিষয়টি জানান। এরপর তিনি পুলিশে খবর দেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এই ভয়ে ওই নারীর লাশের কাছে কেউ যাচ্ছেন না। তাই একজন গ্রাম পুলিশ নিয়ে তিনি লাশ পাহারা দিচ্ছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।’
 
            

 
                                 
                                 
                                
Comment here