গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেলে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেলে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে

গাজীপুর থেকে মনির হোসেন জীবন : গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষার পিসিআর ল্যাব আজ রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এ পিসিআর ল্যাবের উদ্বোধন করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল (এমপি)
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রসাশক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন ডাঃ খায়রুজ্জামান, হাসপাতালের পরিচালক ডাঃ খলিলুর রহমানসহ আরও অনেকে।
এখানে বিনামুল্যে করোনা শনাক্তের নমুনা পরীক্ষা করা হবে ও নমুনা সংগ্রহ করা হবে  বর্তমানে প্রচলিত পদ্ধতিতে এবং ২৪ ঘন্টায় রির্পোট দেওয়া হবে।
রাজধানীর অতি নিকটে হওয়ার কারণে শিল্প নগরী গাজীপুর দেশের মধ্যে করোনা সংক্রমণের দিক দিয়ে তৃতীয় হটস্পট হিসাবে অনেক আগেই চিহ্নিত হয়েছে। গাজীপুর জেলায় কয়েক হাজার তৈরী পোশাক শিল্প কারখানা রয়েছে। নানা কারণে গাজীপুর করোনা সংক্রমণের প্রবল ঝুকির মধ্যে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড ১৯ ডেডিকেটেড হাসপাতাল ঘোষনা করা হলেও এখানেই এতদিন করোনাভাইরাস পরীক্ষার কোন ল্যাব ছিলো না।
অপরদিকে কিন্তু গাজীপুরে করোনা পরীক্ষার কোন ল্যাবরেটরী না থাকায় জেলাবাসীকে করোনা পরীক্ষার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছিল। আর এসব কারণে গাজীপুরে এখন অন্তত একটি করোনা পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে এখন গাজীপুরবাসির কিছুটা দুভোর্গ লাঘব হবে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান আরো জানান, এখানে প্রতি শিফটে একসাথে ৯৪ টা নমুনা পরীক্ষা করা যাবে। প্রতিদিন দুই শিফটে ১৮৮ টা নমুনা পরীক্ষা করা যাবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সহযোগিতায় গাজীপুরবাসীর প্রত্যাশা পূরণ হতে চলেছে। গাজীপুরবাসী করোনা পরীক্ষার পিসিআর ল্যাব পেয়েছে। গাজীপুর বাসীকে আর করোনা পরীক্ষার জন্য অপেক্ষা বা ভোগান্তি তেমন পোহাতে হবে না।

Comment here