৩ বছর আগেই বিয়ে করেছেন মোনালি ঠাকুর! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বলিউডবিনোদন

৩ বছর আগেই বিয়ে করেছেন মোনালি ঠাকুর!

বিনোদন ডেস্ক : বলিউডের সুকণ্ঠী গায়িকা মোনালি ঠাকুর। কণ্ঠের বাইরে এ বাঙালি গায়িকার রূপের জাদুতেও মুগ্ধ লাখো ভক্ত। এবার তাদের হৃদয়কে ভেঙে খান খান করে দিয়ে নিজের বিয়ের খবর জানালেন মোনালি। শুধু তাই নয়, বিয়ের কাজটি আরও তিন বছর আগে সেরেছেন বলেও জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সম্প্রতি একটি সাক্ষাতকারে নিজের বিয়ের বিষয়ে মুখ খুলেন মোনালি ঠাকুর। প্রেমিক মাইক রিচারকে বিয়ে করেছেন বলে জানান তিনি।

মোনালি ঠাকুর বলেন, ‘আমার বিয়ের খবর শুনলে সহকর্মীরা বিস্মিত হতেন। তাই এতদিন কাউকে কিছু বলিনি। কিন্তু মনে হলো এবার বলার সময় এসেছে। জীবনের এমন একটা সিদ্ধান্ত বন্ধুদের না জানিয়েই নিয়েছি। ওরা খুব কষ্ট পাবে।’

স্বামী মাইক রিচারের সঙ্গে মোনালি ঠাকুর

তিনি বলেছেন;  ‘আমি জানি এই খবর প্রকাশিত হলে আমি খুব গালাগাল খাবো। কিন্তু আমরা বড় করে রিসেপশন পরিকল্পনা করেছি। সেখানে যখন সবাই আবার মিলিত হবো, সব অভিমান নষ্ট হয়ে যাবে।’

কীভাবে মাইকের সঙ্গে পরিচয় হলো- এই প্রশ্নের জবাবে মোনালি বলেছেন,  ‘আমাদের সুইজারল্যান্ডে পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব। দুই পরিবারের মধ্যে যাতায়াত বাড়ে। আমাদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ে। ২০১৬ সালে ও আমাকে প্রপোজ করে। আর ২০১৭-তে বিয়ে করি।’

Comment here