পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় নারীসহ ২৩ জন আটক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় নারীসহ ২৩ জন আটক

জুলকার নাইন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় নারীসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন জানান, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ২৩ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে ১১ জন নিয়মিত মামলা, ২ জন ওয়ারেন্টভুক্ত, একজন ১৫১ ধারায় ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৭ নারীসহ ৯ জনকে আটক করে। আটককৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comment here