নিজস্ব প্রতিবেদক : মেজর (অব.) সিনহা হত্যা মামলায় রিমান্ডপ্রাপ্ত আর্মড ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা র্যাব। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের কক্সবাজার জেলা কারাগার থেকে বের করে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
এপিবিএনের তিন সদস্যকে গত ১৮ আগস্ট গ্রেপ্তারের পর আদালতে সোর্পদ করে ১০দিনের রিমান্ডের আবেদন করলে সাতদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন জানান, ‘কক্সবাজার র্যাব-১৫ এর একটি দল এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাবাসাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে। আদালতের আদেশে এই তিন সদস্যকে র্যাব নিয়ে যায়।’
এপিবিএনের তিন সদস্য হলেন, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক শাহাজাহান, কনষ্টেবল রাজিব ও আব্দুল্লাহ। এরা তিনজনই ৩১ জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন, যোগ করেন কক্সবাজার জেলা কারাগারের সুপার।
এর আগে গত ১৮ আগস্ট অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিনজন সদস্যকে গ্রেপ্তারের পর আদালতে সোর্পদ করেছে র্যাব। ওইদিনই বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে সাত দিনের রিমান্ড নেওয়ার আদেশ দেন তামান্না ফারাহর আদালত।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ।
সিনহা হত্যা : এপিবিএনের ৩ সদস্য র্যাব হেফাজতে
22/08/20200

সম্পরকিত প্রবন্ধ
11/05/20200
ফেসবুক লাইভে অশ্লীল অঙ্গভঙ্গি করা সেই রায়হান আটক
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে মধ্যরাতে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ভাইরাল হওয়া সেই রায়হানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আজ সোমবার ভোরে র্যাব-২ এর একটি দল রা
Read More
18/02/20210
চলন্ত রিকশা থেকে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ; রাজধানীর খিলগাঁওয়ে চলন্ত রিকশা থেকে পড়ে প্রাইভেটকার চাপায় ইউসুফ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে তার বড় বোন সাবিহা আক্তার (১২)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায়
Read More
10/09/20190
মেয়েকে একা ঘরে পাঠালেন মা, এরপর…
বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোটরচালিত ভ্যানচালক আব্দুল্লাহ শেখ (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ভুক্তভো
Read More


Comment here