করোনায় নতুন মৃত্যু ৩২, শনাক্ত ২০২৪ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় নতুন মৃত্যু ৩২, শনাক্ত ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৪ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৩১৫ জন।

আজ রোববার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৮১টি। এ থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ২৪ জন। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬৫৭ জনে। আর নতুন করে ১ হাজার ৩১৫ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Comment here