হাসপাতালে কণ্ঠশিল্পী আকবর - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

হাসপাতালে কণ্ঠশিল্পী আকবর

বিনোদন প্রতিবেদক : ডায়াবেটিস ও কিডনিরোগসহ বিভিন্ন জটিলতায় হাসপাতালে ভর্তি হলেন ইত্যাদি’খ্যাত কণ্ঠশিল্পী আকবর। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন শিল্পীর স্ত্রী কানিজ ফাতেমা।

তিনি জানান, ঈদুল আজহার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। কোমর থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে আছে।

বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটির মাধ্যমে শ্রোতাদের ব্যাপক প্রশংসা পান আকবর। রিকশাচালক থেকে ক্রমে গায়ক হয়ে ওঠেন তিনি।

এরপর গত বছর গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা (সঞ্চয়পত্র) অনুদান দেন। আপাতত সেই অনুদানের টাকায় তার চিকিৎসা চলছে।

Comment here