রাজশাহীর দুর্গাপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজশাহীসমগ্র বাংলা

রাজশাহীর দুর্গাপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে অভিনব কায়দায় ফেনসিডিল বিক্রি করার সময় তৌফিকুর রহমান পলাশ (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী র‌্যাব-৫। এ সময় তাঁর কাছে থেকে ৭৪বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তৌফিকুর (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার গাজীপুর এলাকায় এরশাদ আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর বো বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।অভিযানে গ্রেপ্তার তৌফিকুর রহমান পলাশের কাছ থেকে একটি টিভিএস মোটরসাইকেল ও ৭৪ বোতল ফেন্সাডিল উদ্ধার করা হয়েছে।র‌্যাব-৫ জানায়, মাদকসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদক আইনে একটি মামলা করা হবে।

Comment here