করোনায় আরও ২৮ জনের মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় আরও ২৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জন মারা গেছে। আর ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে একদিনে ১ হাজার ৫৪০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৫ হাজার ৭২ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ১৩৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯২ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

 

Comment here