ধর্ষণের বিচার শেষ করতে হবে ৬ মাসে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ধর্ষণের বিচার শেষ করতে হবে ৬ মাসে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। অধ্যাদেশে সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে মৃত্যুদণ্ড। পাশাপাশি ৬ মাসের (১৮০ দিন) মধ্যে মামলার বিচার শেষ করতে হবে। বিচারক বদলি হলেও মামলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত আকারে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নতুন এ বিধানে তদন্ত বিচার পদ্ধতি সবকিছুই এর মধ্যে উল্লেখ রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এটি ১৮০ দিনের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত আছে। তদন্ত বিচার পদ্ধতি সবকিছুই এর মধ্যে উল্লেখ রয়েছে। নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এটি করবে এবং শেষ করতে হবে ১৮০ দিনের মধ্যে। বিচারক যদি কোনও কারণে বদলি হয়ে যান সেক্ষেত্রেও বিলম্ব হয় অনেক সময়। তবে কোনও বিচারক চলে গেলে তিনি মামলা যে অবস্থায় রেখে যাবেন সে অবস্থা থেকে মামলা চালিয়ে যেতে হবে।’

 

Comment here