সরকারকে নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ ফখরুলের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

সরকারকে নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ ফখরুলের

নিজস্ব প্রতিবেদক : নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের কৃষিখাতের কৌশল নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় এ চ্যালেঞ্জ দেন তিনি।

সভায় মির্জা ফখরুল বলেন, ‘জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রের কথা বলার কোনো অধিকার আওয়ামী লীগের নেই।’

বিএনপির জনপ্রিয়তায় সরকার দলীয় নেতাকর্মীরা ভীত বলেই নিয়মিত সমালোচনা করছেন বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের অনিয়ম দুর্নীতির ফল ভোগ করছেন সাধারণ মানুষ।’

স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি দুর্নীতি চলছে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, করোনার মধ্যে বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। সরকার সচেতনভাবে দেশের অর্থনীতির ভিত্তিগুলো নষ্ট করে দিচ্ছে।

 

Comment here