সিআইডি সেজে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সিআইডি সেজে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুর কালকিনির সিরাজুল ইসলাম। তিনি নিজেকে কখনো পুলিশ অফিসার, কখনো সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের কাছে থেকে অর্থ আত্মসাৎ করেছেন। অবশেষে প্রতারণার অভিযোগে আসল সিআইডি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি মো. জিসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিআইডি পুলিশ কর্মকর্তা সেজে টেলিফোনে ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি সাইবার ক্রাইম -এর একটি টিম গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

সিআইডি জানায়, সিরাজুল ইসলাম কখনো পুলিশ অফিসার, কখনো সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা। দীর্ঘদিন যাবৎ নিজেকে এমনভাবে উপস্থাপন করে অভিযোগ নিষ্পত্তির নামে সরকারি কর্মচারীদের মোবাইল ফোনে ভয় প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণা করে আসছিলেন।

Comment here