বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী নাট্যকার পরিচালক জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত। সবাই এতদিন বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।
তবে আজিজুল হাকিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাকিমের লাইফ সাপোর্টের খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ।
তিনি আজ শুক্রবার সকালে জানান, আজিজুল হাকিমেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে আছেন।
এদিকে অভিনেতা ওমর সানিও বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার ফেসবুকে লিখেছেন, ‘আজিজুল হাকিম ভাই, লাইফ সাপোর্ট এ। কাল রাত একটায় তাকে লাইফ সাপোর্ট এ নেয়া হয়েছে।’
ওমর সানি আরও লেখেন, ‘হাকিম ভাই,প্রিয় জিনাত ভাবি, আর ছেলে সবাই করোনা পজিটিভ। সবাই দোয়া করবেন এই অসাধারণ ভাল মানুষটির জন্য। আজকের জুম্মার নামাজে আপনার জন্য দোয়া রইল হাকিম ভাই।’
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তার ও তার স্ত্রী-পুত্রের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার জানা যায়, আজিজুল হাকিমের শরীরে জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।
Comment here