আন্তর্জাতিক

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

অনলাইন ডেস্ক : সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আজ রোববার সকাল ১০টা ৪০মিনিটে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

গত ২ জানুয়ারি প্রথমবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তখন একটি স্টেন্ট বসানো হয়। গত ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হন তিনি। ২৮ জানুয়ারি দুটো স্টেন্ট বসানো হয় তার শরীরে।

প্রথমে জানা যায়, সৌরভের একটি স্টেন্ট বসানো হবে। কিন্তু দুটি স্টেন্টই বসানো হয়। প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এখন সুস্থ আছেন সৌরভ। তবে বিশ্রামে থাকতে হবে তাকে।

 

 

Comment here

Facebook Share