তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সমুদ্রসীমা বাংলাদেশের অধিকারে আসায় দেশের মানুষের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দেশের ভাবমূর্তি রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য নবীন ক্যাডেটদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে মেরিন ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেডে গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় রূপকল্প ২০৪১ ও ডেল্টা প্ল্যান ২১০০ কে মাথায় রেখেই সরকার সব পরিকল্পনা করছে বলেও তিনি জানান।

চট্টগ্রামে মেরিন অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

Comment here