স্কুল-কলেজ খোলা হবে কি-না জানা যাবে সন্ধ্যায় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

স্কুল-কলেজ খোলা হবে কি-না জানা যাবে সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক : দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে করোনার জেরে ঘোষিত সরকারি ছুটি শেষ হচ্ছে আগামীকাল রোববার। এখনি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি-না, তা পর্যালোচনা করতে আজ শনিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এই বৈঠকেই সিদ্ধান্ত হবে স্কুল–কলেজ এখনই খোলা হবে, নাকি ছুটি আরও বাড়ানো হবে।

বৈঠকটি বেলা তিনটায় হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে সন্ধ্যায় নির্ধারণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ঈদের পর ২৪ মে থেকে। এ অবস্থায় স্কুল-কলেজ কবে খুলবে, সেটি জানার আগ্রহ সংশ্লিষ্টদের। কারণ, সর্বশেষ ঘোষণা অনুযায়ী ছুটি আছে আগামীকাল পর্যন্ত।

অবশ্য সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। ইতিমধ্যে গত বছরের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে।

গত বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাও হয়নি। গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল এ বছর ঘোষণা করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা ওপরের শ্রেণিতে উঠেছে।

 

Comment here