বলিউডে বিয়ের ধুম পড়েছে। বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের পরই বিটাউনে ছড়িয়ে পড়েছে শ্রদ্ধা কাপুরের বিয়ের খবর। দীর্ঘদিনের বন্ধু রোহন শ্রেষ্ঠার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন ‘এক ভিলেন’ তারকা- এমন তথ্যই প্রকাশ করেছে ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম।
সম্প্রতি শ্রদ্ধা মালদ্বীপ গিয়েছেন খালাতো ভাইয়ের বিয়েতে। সঙ্গী হয়েছেন প্রেমিক রোহান। মালদ্বীপে ভাইয়ের বিয়ের উৎসবের মধ্যেই চলে শ্রদ্ধার জন্মদিনের পার্টি। রোহানকে পাশে দাঁড় করিয়েই ৩৪তম জন্মদিনের কেক কাটেন তিনি। মালদ্বীপে তোলা বিভিন্ন ছবিতে দুজনকে দেখা গেছে খোশমেজাজে, হাসিমুখে, হাতে হাত ধরে।
ধারণা করা হচ্ছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। যার প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
শ্রদ্ধা কিংবা রোহান তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠ হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে বলেন, ‘কলেজের সময় থেকেই ওরা ভালো বন্ধু। তখন থেকে চেনাজানা। দুজনই ক্যারিয়ারে ভালো করছে। ওদের বেশ কিছু কমনফ্রেন্ডও আছে। দুজন যদি বিয়ে করতে চায়, আমার রাজি না হওয়ার কোনো কারণ নেই। ওদের দুজনের একসঙ্গে সিদ্ধান্তে আমার পূর্ণ সমর্থন রয়েছে। এটিই পরিণত ও বুদ্ধিমানের কাজ হবে।’
শ্রদ্ধার বাবা শক্তি কাপুরও নাকি এ সম্পর্ক সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
Comment here