নিজস্ব প্রতিবেদক ; হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলসুম আক্তার কুলসুমীর বদলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করা মিনুর নথি হাইকোর্টে পৌঁছেছে। চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে এ নথি পাঠানো হয়েছে।
গতকাল বুধবার দুপুরে এ নথি হাইকোর্টের আদান-প্রদান শাখায় পৌঁছায় বলে জানান ওই শাখার প্রশাসনিক কর্মকর্তা কেএম ফারুক হোসেন। এর আগে ২৩ মার্চ মঙ্গলবার ওই নথি হাইকোর্টে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা।
নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে আসামির করা আপিল হাইকোর্টে বিচারাধীন থাকায় মিনুর বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট নথি হাইকোর্টে পাঠানো হয়েছে। মামলাটি এখন বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বিচারাধীন। সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের কার্যতালিকায় ছিল মামলাটি। এই বেঞ্চই এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।
Comment here