ঢাকাই শোবিজের অনেক নায়িকাই এখন কলকাতামূখী। কেউ কেউ তো টালিউডের জনপ্রিয় নায়িকাও হয়ে উঠেছেন। এর মধ্যে জয়া আহসান অন্যতম। কলকাতার ছবিতে এখন কাজ করছেন নুসরাত ফারিয়াও।
জয়া আহসান, নুসরাত ফারিয়াদের পর এবার কলকাতার ছবিতে নাম অভিনয় করছেন ঢাকাই চিত্রনায়িকা আইরিন সুলতানা। ‘শিবরাত্রি’ শিরোনামের ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার টালিউড অভিষেক হচ্ছে। তার। ছবিটি পরিচালনা করবেন রাজাদীপ্ত বন্দ্যোপাধ্যায়।
আগামী ২০ এপ্রিল থেকে ছবিটির শুটিং শুরু হবে। চলবে ৩ মে পর্যন্ত। ভারতের পুরুলিয়া থেকে শুটিং শুরু হয়ে ঝাড়খণ্ড ও কলকাতায়ও শুটিং হবে ছবিটির। শুটিংয়ের উদ্দেশ্যে শুক্রবার কলকাতা যাবেন আইরিন। একদিনই পরই অংশ নিবেন শুটিংয়ে। সমকাল অনলাইনে বিষয়টি জানান আইরিন।
দুই বছর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আইরিন অভিনীত একজন কবির মৃত্যু ছবিটি প্রদর্শিত হয়। ছবিতে তার অভিনয় দেখে মুগ্ধ হন চলচ্চিত্রবোদ্ধা দেবাশীষ ব্যানার্জি। তার মাধ্যমেই শিবরাত্রি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান বলে জানান আইরিন।
ছবিটিতে সুযোগ পেয়ে আইরিন বলেন, আমার ক্যারিয়ারের জন্য এটা অবশ্যই নিঃসন্দেহে বড় প্রাপ্তি। একজন কবির মৃত্যু ছবিতে অভিনয়ের সূত্র ধরে এতে কাজের সুযোগ হয়েছে। একটি ছবিতে ভালো অভিনয়ের স্বীকৃতি হিসেবে আরেকটি ছবিতে কাজের সুযোগ পেয়ে দারুন লাগছে।
আইরিন অভিনীত বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত আকাশমহল, বুলবুল জিলানীর রৌদ্রছায়া, হারুন-উজ-জামানের পদ্মার প্রেম, অরণ্য পলাশের গন্তব্য।
Comment here