নিজস্ব প্রতিবেদক : র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার রাতে তাকে পুলিশ হেফাজতে হাসপাতালে নেওয়া হয়। গুলশান থানার ডিউটি অফিসার মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৯টার দিকে রাসেল জানান, তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। পরে তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে রাসেল ও তার স্ত্রী শামীমাকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়।
এর আগে গত বুধবার গভীর রাতে আরিফ বাকের নামের এক গ্রাহক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাসেল ও শামীমার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।
Comment here