ব্যক্তিগত সফরে আগামীকাল বুধবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার রাতে এই সফরের বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, নাতি-নাতনিদের দেখতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাগনি, ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন। তার একটি মেয়েও রয়েছে।
আজ মঙ্গলবার বিকেলের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে প্রধানমন্ত্রীর এ সফরকে রাজনৈতিকভাবে খুবই গুরুপূর্ণ বলে মনে করছেন অনেকে।
Comment here