একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন কার্যক্রম আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া ২ মার্চ থেকে ক্লাস শুরু হবে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরুর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে দেশে ফেরার পর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

একাদশ শ্রেণির আবেদনের ফল তিন ধাপে দেওয়া হবে। প্রথম ফল প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল দেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি। ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে ২৮ ফেব্রুয়ারি।

 

Comment here