ঈদে সরকারি ছুটি মিলতে পারে ৯ দিন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঈদে সরকারি ছুটি মিলতে পারে ৯ দিন

পবিত্র শবেকদরের পরের দিন ছুটি ঘোষণা হলে এবারের রোজার ঈদে টানা ৯ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি চাকরিজীবীদের। ২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪ থেকে ৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা আছে।

রোজা ৩০টি হলে ঈদ হবে ৬ জুন, সে ক্ষেত্রে ৭ জুনও ঈদের ছুটি থাকবে। ৫ জুন ঈদ হলে তিন দিনের ঈদের ছুটির সঙ্গে দুদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ থেকে ৮ জুন টানা পাঁচদিন ছুটি পাওয়া যাবে।

৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শবেকদরের ছুটি। এর পর ৩ জুন শুধু অফিস খোলা। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ৩ জুন ছুটি ঘোষণা করলে টানা ৯ দিনের ছুটি মিলে যাবে সরকারি চাকরিজীবীদের।

কারণ ৩১ মে ও ১ জুন শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ২ জুন শবেকদরের ছুটি। ৩ জুন ছুটি ঘোষণা হলে ৩১ মে থেকে ৮ জুন পর্যন্ত টানা ৯ দিনের ছুটি থাকবে।

Comment here