(ক্রীড়া প্রতিবেদক) ইয়ামিন ভূঁইয়া,ঢাকা ; বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন মিশারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে তিনি ৬৬৬ রান করেছেন, ফিফটি রয়েছে ৬টি। এর আগে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ওপেনার। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সাফল্য পাননি। তবে সংবাদ সংস্থা এএফপির খবর, মিশারা টিম হোটেলে নিজের কক্ষে ‘অতিথি’ আমন্ত্রণ জানিয়েছিলেন, যা দলের আচরণবিধির পরিপন্থি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছে, ‘আমরা হোটেলের সিসিটিভি ফুটেজ দেখেছি। আমরা যা দেখেছি, সেটা নিয়ে তাঁর সঙ্গে কথা বলব।’
হোটেল কক্ষে ‘অতিথি’, মিশারাকে ফেরত পাঠানোর কারণ এটিই
24/05/20220
সম্পরকিত প্রবন্ধ
25/05/20190
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনেক এক্সাইটেড : পিয়া
ফোনের ওপাশে পিয়া জান্নাতুল। কণ্ঠে যে টান টান উত্তেজনা, তা আঁচ পাওয়া যাচ্ছে বেশ ভালোভাবেই। জনপ্রিয় মডেল এই অভিনেত্রীর এখন সবচেয়ে বড় পরিচয় তিনি একজন ‘ক্রিকেট উপস্থাপিকা’। অভিনয় জগতের বাইরে ক্রীড়ামোদ
Read More
24/01/20200
পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেই তামিমের রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক : পাঁচ মাসেরও বেশি সময় পর জাতীয় দলের হয়ে খেলতে নেমেছেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে তিনি আবারও ফিরেছেন মাঠে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে
Read More
24/02/20200
দেড় যুগ পর লজ্জায় ডুবল ভারত
স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার হার দিয়ে শুরু হলো ভারতের টেস্ট সিরিজও। ওয়েলিংটনে কোহলিরা উইলিয়ামসনদের কাছে হেরেছেন ১০ উইকেটের বড় ব্যবধানে। নিউজিল্যান্ডের ব
Read More
Comment here