নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর ফের বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস চালু হয়েছে।
আজ শুক্রবার সকালে আগরতলা-আখাউড়া ও হরিদাসপুর-বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত বাস চলাচল শুরু হয় বলে জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন।
ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়, ভারত-বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে ডাউকি-তামাবিল চেকপোস্ট দিয়েও যথাসময়ে বাস চলাচল শুরু হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিয়ন্ত্রণাধীন শ্যামলী এন.আর ট্রাভেলসের এই সার্ভিস মোট দু’টি রুটে চলবে। ভারত থেকে প্রতিদিন সকাল ৭টায় সল্ট লেকের করুণাময়ীর কাউন্টার থেকে বাস ছাড়বে। অন্যদিকে, ঢাকা থেকেও একই সময় ছাড়বে বাস। কলকাতা থেকে শ্যামলী পরিবহনের বাস সোম, বুধ ও শুক্রবার চলবে। আর ঢাকা থেকে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার কলকাতার উদ্দেশে বাস ছাড়বে।
কলকাতা থেকে বাকি তিন দিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই পথে বাস চালাবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি)। রোববার কোনো দেশেরই বাস চলবে না।
অন্যদিকে, সপ্তাহের তিন দিন কলকাতা-ঢাকা-আগরতলা রুটেও বাস চলবে। কলকাতা থেকে দুপুর ১২টায় ছাড়বে আগরতলার বাস। আর আগরতলা থেকে বিকেল ৪টায় ছাড়বে কলকাতার উদ্দেশে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মতিঝিল আন্তর্জাতিক ডিপোতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং বিআরটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার এবং যুগ্ম-সচিব মো. আনিসুর রহমান।
Comment here