শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে বাড়ি ছেড়ে পালিয়েছেন এক ব্যক্তি। আজ সোমবার সকালে শ্রীপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কেওয়া দক্ষিণখণ্ড গ্রামে। মদিনা খাতুন (৩০) নামের ওই নারী পোশাক কারখানায় কাজ করতেন। স্বজনদের দাবি, মদিনাকে হত্যার পর ঝুলিয়ে রেখে পালিয়েছেন স্বামী মাসুদ মিয়া।
মদিনা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চর আলী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। অভিযুক্ত মাসুদ একই এলাকার মৃত আশকর আলীর ছেলে। সন্তানদের নিয়ে স্বামী-স্ত্রী শ্রীপুরের কেওয়া দক্ষিণখণ্ড গ্রামের শামীমের বাড়িতে ভাড়া থেকে পৃথক কারখানায় চাকরি করতেন।
মদিনার ভাই মোফাজ্জল জানান, মদিনা-মাসুদের তিন সন্তান রয়েছে। শ্রীপুরে ভাড়া বাসায় থেকে মদিনা ডেনিমেক লিমিটেড নামে একটি কারখানায় কাজ করতেন, মাসুদ কাজ করতেন আমান টেক্সটাইলে। কিছুদিন যাবত মদিনাকে বাবার বাড়ি থেকে টাকা এনে অটোরিকশা কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন মাসুদ। এ নিয়ে রোববার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে বাড়ির লোকজন বারান্দায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় মদিনার লাশ পান। লাশ রেখে সবার অজান্তে মাসুদ পালিয়ে গেছেন।
মোফাজ্জলের অভিযোগ, অটোরিকশার টাকার জন্যই তার বোনকে হত্যা করেছেন মাসুদ।
শ্রীপুর থানার এসআই আরসাদ মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comment here