নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কর্মজীবী মানুষের অনেকেই পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আজ সোমবার দুপুরে গাবতলী বাস টার্মিনালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে রাজধানীতে ফিরতে দেখা যায়।
ঈদ উপলক্ষে সরকারি তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ সোমবারই। তাই অনেকেই দীর্ঘ যাত্রার ক্লান্তি এবং ঝক্কি ঝামেলা এড়াতে একদিন আগেই রাজধানীতে ফিরছেন।
বগুড়া থেকে গাবতলীতে পৌঁছানো হৃদয় সরকার জানান, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, তাই নিয়মকানুন একটু বেশি। আবার সারারাত জার্নি করে অফিস করাটা অনেক কষ্টসাধ্য। তাই ইচ্ছে না থাকলেও আগেই ফিরতে হলো।
রাজধানীতে ফেরা আরও একজন জানান, আমার পরিবারের সবাই বাড়িতে আছে। আরও কয়েকদিন পর আসবে। আমি ঈদে বাড়তি ছুটি পাইনি। তাই পরের দিন চলে আসতে হল।
জব্বার হোসেন নামে এক ব্যক্তি বলেন, ঈদের পরের দিন বাবা-মা, আত্মীয়স্বজন রেখে ফিরে আসাটা তাদের কাছে অনেক কষ্টের, তবুও জীবিকার তাগিদে ফিরতে হয়।
অপরদিকে যারা বিভিন্ন কারণে ঈদে বাড়ি যেতে পারেনি তাদেরও বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায় গাবতলীতে।
ঈদ উপলক্ষে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ আবার ফিরে আসলে কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানীর বিভিন্ন অফিস, আদালত।
Comment here