সারাদেশ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৯২৪ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৫ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ১৮৪ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ৫৭৫ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ১ হাজার ৪৬ জন ঢাকার এবং ২ হাজার ৮৭৮ জন ঢাকার বাইরে।

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ লাখ ৭ হাজার ১৯৬ জন। তাদের ১ লাখ ৬ হাজার ৮৬২ জন ঢাকায় এবং ২ লাখ ৩৩৪ জন ঢাকার বাইরে।

Comment here

Facebook Share