রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গণমিছিল শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।
জানা গেছে, রাজধানীর বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া এ মিছিল হাইকোর্ট হয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এর আগে শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার জুমার নামাজ শেষে এ গণমিছিলের ঘোষণা দেওয়া হয়।
সকালে আফতাবনগরে বৃষ্টি উপেক্ষা করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেছেন। তারা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার নিজেদের ক্যাম্পাসে ফিরে আসেন।
বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ‘আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কী অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইদেরকে হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না।’
Comment here