এম ফাহিম ফয়সাল স্মরণ : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এর দ্বীতিয় জানাজা সকাল ১০ টা ১৫ মিনিটে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
তার পর ১১টায় নিয়ে যাওয়া হয় তার কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে।সেখানে নেতারা তাকে শেষ দেখা দেখেন। তার পর বিকাল ৪টায় নেয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সেখানে তার তৃত্বীয় যানাজা হয়। এখন এরশাদের মরাদেহ ঢাকা সি,এম, এইচ মর্গে রাখা হয়েছে। আগামীকাল হেলিপক্টারে নিয়ে যাওয়া হবে রংপুরে সেখানে জানাজা শেষে এরশাদের মৃত দেহ আবার ঢাকায় নিয়ে আশা হবে।
কোথায় তার দাফন হবে সেটা এখন পর্যন্ত সঠিকভাবে যানা যায়নি তবে সামরিক কবর স্থানে হতে পারে।কেউ কেউ বলছে যে তার দাফন রংপুরেও হতে পারে।
Comment here