টাঙ্গাইল সদর প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু দিয়ে এক দিনেই ৩৬ হাজারের বেশি যানবাহন পার হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিনগুণ যানবাহন পার হয়েছে এ সেতু দিয়ে।
বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা সূত্র জানিয়েছে, স্বাভাবিক অবস্থায় বঙ্গবন্ধু সেতু দিয়ে দিনে গড়ে ১২ থেকে ১৩ হাজার যানবাহন পারাপার হয়। সেখানে গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ২৪৮টি যানবাহন পারাপার হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর ২৪ ঘণ্টায় যানবাহন পারাপারে এটি একটি রেকর্ড।
Comment here