মহেশপুরে বিজিবি’র নামে চাঁদা আদায়ের অভিযোগে ইউপি সদস্য আটক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মহেশপুরে বিজিবি’র নামে চাঁদা আদায়ের অভিযোগে ইউপি সদস্য আটক

আতিক পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি : মহেশপুরে বিজিবি’র নামে চাঁদা আদায়ের অভিযোগে এসবিকে ইউনিয়নের মেম্বার বিপলু কে আটক করেছে ৫৮ বিজিবি।

বিজিবি সূত্রে প্রকাশ, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবি’র বিশেষ টহল দল অভিযান চালিয়ে উপজেলার কাকিলাদাড়ী গ্রামের রেজাউল ইসলামের ছেলে এসবিকে ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বার রকিমুজ্জামান বিপলু(৩৫)কে তার অফিসে তল্লাসী করে বিজিবির নামে অবৈধ চাঁদা আদায়ের রশিদ,পশুর হাটের পাশ বহি, ৬ হাজার ৩শ ৫০ টাকা টাকা এবং ১টি মোবাইলসহ আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ব্যাপারে মামলা হয়েছে শনিবার সকালে তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

Comment here