মো: আল আমিন তুষার নারায়নগঞ্জ প্রতিনিধি : আজ শুক্রবার সকাল ১০ টায় পুরান কোর্ট মসজিদের পাশে নারায়ণগঞ্জ রিজিয়ন এর পুনর্মিলনি এবং সকল ক্লাব এক সাথে জয়েন্ট মিটিং এর আয়োজন হয়। এ অনুষ্ঠানের নারায়ণগঞ্জের ক্লাব গুলোই নয় ঢাকা এবং আশেপাশের এলাকার ক্লাবগুলো থেকেও অতিথিরা আসেন।
রোটারেক্ট অঙ্গনকে ভালোবেসে মানুষের সেবায় এবং নিজেকে আরও উন্নত ও সাংগঠনিকভাবে গড়ে তুলতে ধরনের অনুষ্ঠানের আয়োজন করে রোটারেক্ট ক্লাব গুলো। ঈদ পুনর্মিলনী এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক্স রোটারেক্ট সঞ্জয় কুমার রায় রোটাঃ কাউসার আহমেদ রুবেল, ডি.আর.আর.ই রোটাঃ মোঃ হীরা, জেট আর,রোটাঃ বাদশা (সভাপতি) ,রোটাঃ সুমন(সভাপতি) সহ নারায়ণগঞ্জ রোটারেক্ট মুভমেন্টের রোটারেক্টররা উপস্থিত ছিলেন। ডি.আর.আর.ই রোটাঃ কাউসার আহমেদ রুবেল রোটারেক্ট মুভমেন্ট এবং ভোটারদের তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও রিজিওন অগ্নি’র রিজনাল রিপ্রেজেন্টেটিভ রোটার্যাক্ট আমির খসরু সৌরভ, জন জুপিটার এবং জন প্লানেট এর জুনাল রিপ্রেজেন্টেটিভ যথাক্রমে রোটারেক্ট আল-আমিন শেখ এবং রোটারেক্ট সাব্বির হোসেন ঈদ শুভেচ্ছা বিনিময় এবং তাদের পরবর্তী আয়োজন সম্পর্কে রোটারেক্ট দের অবগত করেন। সর্বশেষ অনুষ্ঠানের বিনোদনমূলক অংশে আয়োজিত নানা ইনডোর গেমসের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের ইতি ঘটে।
নিজ ব্যাক্তিত্ব বিকাশে তরুন-তরুণীদের মধ্যে জ্ঞান ও কর্ম দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা, তাদের জনগোষ্ঠীর বাস্তব ও সামাজিক চাহিদার প্রতি মনযোগী হওয়া এবং বন্ধুত্ব ও সেবার সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলাই রোটারেক্ট এর মূল উদ্দেশ্য।
Comment here