নিজস্ব প্রতিবেদক : খ্যাতিমান সংগীত পরিচালক পারভেজ রবকে গত বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার তুরাগে পিষে হত্যা করে ভিক্টর পরিবহনের একটি বাস। এ কা-ে মামলা হয়। পরে এ নিয়ে পারভেজ রবের পরিবারের সঙ্গে আলোচনা করতে গত শনিবার তার কামারপাড়া বাসায় যায় বাসের মালিকপক্ষ। সঙ্গে করে নিয়ে যায় বাসভর্তি একদল শ্রমিক। সেখানে বাগ্বিত-ার একপর্যায়ে শিল্পীর ছেলে ইয়ামিন আলভী ও তার বন্ধু মেহেদী হাসান ছোটনের ওপর চড়াও হয় শ্রমিকভর্তি বাসটি। ভিক্টরের ওই বাসের চাকায় পিষ্ট হন আলভী ও ছোটন। তাদের হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি ছোটনকে। সেদিন রাতেই মারা যান তিনি। আলভীর অবস্থাও আশঙ্কাজনক। বাসটির মালিকপক্ষের এমন ঔদ্ধত্যে প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, গত মার্চ মাসে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় প্রাণ হারান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এর পর ৮ দফা দাবি আদায়ে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। ঘটনার পর সুপ্রভাত বাসটির রুট পারমিট বাতিল করে দেয় বাংলাদেশ রোড
ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এর পর সেই বাসই নাম পাল্টে হয়ে যায় ‘ভিক্টর ক্লাসিক’, ‘সম্রাট ট্রান্সলাইন’ ও ‘আকাশ পরিবহন’ এবং ফের পথে নামে।
উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, গত বৃহস্পতিবার উত্তরার তুরাগে ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন সংগীত পরিচালক পারভেজ রব। ওই ঘটনায় মামলাসংক্রান্ত বিষয়ে ভিক্টর পরিবহনের কর্মকর্তাদের সঙ্গে নিহতের ছেলে আলভী ও তার বন্ধু ছোটনসহ বেশ
কয়েকজন উত্তরা কামারপাড়ায় তাদের বাসার সামনে আলাপ করছিলেন। এ সময় তারা উত্তেজিত হয়ে ভিক্টর পরিবহনের এক চালককে মারধর করতে থাকেন। একপর্যায়ে ওই চালক বাস টান দিলে গাড়ির নিচে চাপা পড়েন ছোটন ও আলভী। পরে দুজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ছোটন মারা যান। আলভীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, শনিবারের ওই ঘটনার পর পরই ভিক্টর পরিবহনের ওই বাসটিকে জব্দ করা হয়েছে; আটক করা হয়েছে অভিযুক্ত চালককেও। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসচালক জানান, হঠাৎ তাকে মারধর শুরু করা হলে আত্মরক্ষার্থে তিনি গাড়ি টান দেন। এর ফলে এ দুর্ঘটনা ঘটে।
পারভেজ রবের বন্ধু আলী আশরাফ আখন বলেন, পারভেজ রবকে বাসচাপায় হত্যার ঘটনায় করা মামলার আপসরফা করতে ভিক্টর পরিবহনের কয়েক কর্মকর্তা পারভেজ রবের বাসায় আসেন। কিন্তু তাদের অশোভন আচরণে ক্ষুব্ধ হয়ে উত্তেজিত ছেলেরা এক শ্রমিককে মারধর করে। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাস আলভী ও ছোটনের শরীরের ওপর উঠিয়ে দেয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে তুরাগে ইস্টওয়েস্ট হাসপাতালের সামনে বাসে ওঠার সময় উল্টো দিক থেকে আসা ভিক্টর পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান পারভেজ রব। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
দেশখ্যাত কণ্ঠশিল্পী আপেল মাহমুদের ছোট ভাই পারভেজ রব আশির দশকের সংগীতশিল্পী। সংগীত পরিবেশনের পাশাপাশি তিনি সংগীতে শিক্ষকতাও করতেন। এর পর একসময় সুরারোপ ও সংগীত পরিচালনা শুরু করেন পারভেজ রব। নব্বই দশকে গান গেয়ে স্টেজ মাতানোর পাশাপাশি অনেক চলচ্চিত্রের সংগীত পরিচালনাও করেন তিনি।
Comment here