নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয় বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় নিশ্চিত করেন।
রবীন্দ্রনাথ রায় জানান, ২০১৮ সালের প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। এ পরীক্ষায় ১৭ লাখ ৭৩ হাজার ৯১৭ জন অংশ নিয়েছিলেন।
উত্তীর্ণদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র ৩০ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
লিখিত পরীক্ষার ফল এই ঠিকানায় (http://www.dpe.gov.bd) পাওয়া যাবে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।
গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারা দেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন।
Comment here